সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
Homeমেলাঘরসেলিনা আক্তারের দুটি ছড়া

সেলিনা আক্তারের দুটি ছড়া

বাদল দিনের কথা

মেঘলা আকাশ সারা দুপুর
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
কালো মেঘের সাদা ভেলা
আকাশ জুড়ে মেঘের মেলা।

রিনিঝিনি ছন্দের তালে
বৃষ্টি নামে খালে বিলে,
টিনের চালে সুরের তালে
বৃষ্টির মজা গাছের ডালে।

বর্ষার জল উপচে পড়ে
নদী-নালা যায় যে ভরে,
কদম কেয়া ফুটবে বলে
ময়ূর নাচে পেখম তুলে।

দোলনচাঁপা আর লিলি
সুবাস ছড়ায় নিরিবিলি,
আরো ফুটে কৃষ্ণচূড়া বকুল
রাঙিয়ে তোলে রাজপথের দুকূল।

এমনও রিমঝিম বরষায়
ঘরে যে একলা থাকা দায়,
ঝরঝর বাদল-বর্ষার বেলা
বৃষ্টির সনে আমি করি খেলা।

ঝরে জল ঝরঝর অনিবার
ভিজতে চায় এই মন বারবার,
বাদল দিনে করি যখন অনুভব
মিছে আর বাকিসব।

মেঘ গুড়গুড় কাঁপে আকাশ
ভারি মেঘও উড়ায় বাতাস,
কালবৈশাখী ঝড়ের তাণ্ডব
ঝড় থামিলে সবই আজব।

বেগুনের আত্মকথা

নামটি তাহার দিয়েছে বেগুন
স্বাদে অনন্য গুণে দ্বিগুণ,
নামটি কেমন আজব বাহার
খেতে গেলে পাই না যে আর।

নানান রূপে নানান বেশে
রুচি বাড়ায় আপনি এসে,
রেস্তোরাঁ আর হোটেলগুলায়
শত মানুষের মন যে ভুলায়।

বেগুন ভাজা তরকারি আর
নানান জাতের আইটেম তার,
চাটনি ভর্তা আর দোপিঁয়াজা
দারুণ স্বাদের বেগুন ভাজা

বেগুনের বড়া ইলিশ মাছে
আরো স্বাদের আইটেম আছে,
শুটকি বেগুনের সেরা রেসিপি
প্রবাদে পাবেন নরসিংদীব্যাপী।

চোখের জন্য অতিশয় ভালো
বাড়ায় জ্যোতি বাড়ায় আলো,
কোলেস্টেরল কমে বেগুনের গুণে
স্বাদ বাড়ায় মশলা আর নুনে।

পাকস্থলী কোলন ক্ষুদ্রান্ত্রগুলো
সহায়ক ভূমিকায় আছে ভালো,
ক্যান্সারেও বেগুন রাখে ভূমিকা
সর্বগুণেই বিরাজমান তিনি একা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাম্প্রতিকা