সদালাপী সুরভী দিদি। রাজশাহী শহরের ব্যস্ত আলোক মোড়ে ছোট্ট একটা চায়ের দোকান আছে তার। সকাল থেকে রাত অবধি সুরভী দিদি কাজ করেন নিজের এই চায়ের দোকানে। মরিচ, লেবু, মাল্টা, দুধ ইত্যাদি হরেক রকমের জিনিস দিয়ে তৈরি দারুণ স্বাদের সব চা বিক্রি করেন সুরভী দিদি।
ক্লান্ত পথিকরা চা পান করতে এসে হরেক রকমের চায়ের মধ্যে কোনটা আগে নিবেন, ভেবে কূল-কিনারা করতে পারেন না। তখন সুরভী দিদিই বলে দেন সেই মুহূর্তে কোন চা-টা পথিকের বেশি পছন্দ হবে। রৌদ্রতপ্ত দুপুরে ক্লান্ত পথিককে মাল্টা চা পান করতে বলেন, যা পথিককে তৃপ্তি দেয়। এমন দারুণ রকম সব চা বিক্রি করেই সুরভী দিদি নিজের জন্য ও পরিবারের জন্য অর্থের যোগান দেন।