শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
Homeমেলাঘরআমার নদী বুড়িগঙ্গা

আমার নদী বুড়িগঙ্গা

একদিন দেখেছিলাম তোমার দুকূল বেয়ে
ঢেউয়ে ঢেউয়ে কেঁপে উঠে ধান ক্ষেত
ঝাঁকরানো মাথা তুলে ডাকে সবুজ বন ছোট্ট ছোট্ট
স্রোতের স্পন্দনে ফেরি করে সুখ
উতল হাওয়া ঘাটে ঘাটে
আমার বুড়িগঙ্গা, কৈশোরের বুড়িগঙ্গা
ঢেউয়ে ঢেউয়ে দিয়েছো খোঁজ স্বপ্নলোকের
কানে কানে ফিসফাস তারুণ্যের প্রেম
অন্ধকারে জেগে থাকা আলোর ভেতর
পেয়েছি কত মুখ অজানা
তোমার তীরে তীরে জেগে উঠা সেই মুখ আজ আর নেই
সেই মুখ, প্রিয় চোখ হারিয়ে গেছে
উদ্বাস্তু শহরের ফেরিওয়ালার কাঁধে কাঁধে
আমার নদী বুড়িগঙ্গা, তুমি আজ মৃত
আমার যৌবন না ফুরাতেই বৃদ্ধ তুমি
জবুথুবু এক বহুল ব্যবহৃত ভাগাড়।

আরো পড়ুন

1 COMMENT

  1. নদীমাতৃক বাংলাদেশের নদী গুলো দখল আর দুষনে মৃতপ্রায়, যেই নদী আমাদের কে বাঁচিয়ে রেখেছে আমরাই সেই নদী কে হত্যা করছি। এইভাবে সকল নদী গুলো যদি দখল আর দুষনে মরে গিয়ে মরুতে পরিণত হয় তখন আমাদের কী হবে এই ভাবনা কী আমাদের কারো আছে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাম্প্রতিকা