আমাদের ওয়েবসাইট ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ‘নারী অঙ্গন’ ওয়েবসাইট ব্যবহারকারীর যেসব অ্যাক্সেসের উপর তথ্য সংগ্রহ করে—
১. সাইটে নিবন্ধন করা;
২. নিউজলেটার সাবস্ক্রাইব করা;
৩. সাইটে লগ-ইন করা ইত্যাদি।
আমরা বিভিন্ন উদ্দেশ্যে আমাদের ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করি; উদাহরণস্বরূপ, ব্যবহারকারীকে সেবা দেবার জন্যে পরিকল্পনা করতে, সেবা প্রদানের নিরীক্ষণ ও উন্নয়ন ঘটাতে, বিপণন বা বিজ্ঞাপনের লক্ষ্যবস্তু ঠিক করতে ইত্যাদি। এই ধরনের তথ্যের মধ্যে ব্যবহারকারীর নাম, ঠিকানা, ই-মেইল ঠিকানা, বয়স ইত্যাদি অন্তর্ভুক্ত থাকতে পারে।
দর্শনার্থীদের এই সাইটে নিবন্ধন করার সময় বা বিভিন্ন পরিষেবাগুলোতে সাবস্ক্রাইব করার আগে আমাদের গোপনীয়তা নীতিটি পড়ার অনুরোধ করা হচ্ছে। আমরা আমাদের পাঠকদের গোপনীয়তাকে সম্মান করি এবং সংগৃহীত তথ্যগুলো সীমিত উদ্দেশ্যে ব্যবহার করা হবে, এই নিশ্চয়তা প্রদান করি।
Privacy policy
We are committed to protecting your personal information when you are using our website. ‘Nari Ongan’ collects the information on a user upon the user’s access to the website—
1. by registering to the site;
2. subscribing to the newsletter;
3. logging-in to site etc.
We collect information about our users for many purposes; for instance, to provide services designed to serve the user, to monitor and improve the services offerings, for marketing or targeting advertisement etc. Such information may include your name, address, e-mail address, age etc.
Visitors are requested to read these while registering or subscribing to these services on this site. We respect the privacy of our readers and makes use of its best effort to ensure that the collected informations are used for the limited purpose for which it was received.